Saturday, April 25, 2020

কবিতা

অন্ধকার
সৌরভকুমার ভূঞ্যা

চারিদিকে অজস্র অন্ধকার।

অন্ধকার মানে এক অদ্ভুত শিহরণ,
কালো কালো পাহাড়ের ঘুম ভাঙে
এলোমেলো বাতাসের বুকে জেগে ওঠে চাপা সুর
পায়ের ছন্দকে জড়িয়ে ধরে অদ্ভুত বেনিয়ম।
জীবনের চোখে ভেসে ওঠে পথ হারানোর ছবি।
আন্ধকার মানে হয়তো অজানায় হারিয়ে যাওয়া
প্রিয় আশ্রয়ের ভুলে যাওয়া পিছু ফেরা পথ,
চেনা মুখ, গাছপালা, বর্ণময় প্রকৃতি
হারিয়ে যায় রাক্ষুসী অন্ধকারে।
তবুও অন্ধকারকে আমি ভয় করি না
আমাকে শিহরিত করে একটুকরো আলো,
মহাবিশ্বের অন্তহীন বিস্তীর্ণ শূন্যতায়
গ্রহ-উপগ্রহ কিংবা কোনো ধূমকেতু নয়,
একটুকরো প্রস্তর খন্ড হয়ে আমি ভেসে চলেছি,
আমার চোখ দূর নক্ষত্র অভিমুখী,
একটুখানি আলোর প্রত্যাশায়।
আমি জানি আলো জ্বালাতে গেলে
আগে আলো ছুঁতে হয়,
আলোর স্রোতে ভাসতে ভাসতে
জীবন হয়ে ওঠে আলোক-শিখা।

জীবন যদি প্রদপ-শিখা হতে পারে
পৃথিবীতে আর কোনো অন্ধকার থাকে না,
সময়ের অনন্ত অধ্যায়ের পাতায়
ফুটে থাকে কেবল আলোক-ইতিহাস।