Thursday, September 24, 2020

লেখা পাঠানোর নিয়মাবলী

লেখা আহ্বান...



 
''এলো বরষা যে সহসা মনে তাই...''

মেঘপালক ব্লগের জন্য বর্ষা বিষয়ক লেখা পাঠান...

ফিচার (অনধিক ১৫০০ শব্দ)

মুক্ত গদ্য (অনধিক ১০০০ শব্দ)

অণু গল্প (অনধিক ৫০০ শব্দ)

ছোটোগল্প (অনধিক ১৫০০ শব্দ)

রম্যরচনা (অনধিক ১৫০০ শব্দে)

কবিতা (অনধিক ২৪ লাইন)

ছড়া (অনধিক ২৪ লাইন)

অণুবাদ গল্প (নির্দিষ্ট শব্দসীমা নেই)

পাঠপ্রতিক্রিয়া (সঙ্গে বই বা পত্রিকার প্রচ্ছদের ছবি দেবেন) 

 লেখা পাঠানোর নিয়মাবলী

১. লেখা শুধুমাত্র মেলেই নেওয়া হবে মেল আইডি :   

    sristiosrasta@gmail.com

২. লেখা টাইপ করে পাঠাবেন (Unicode)

৩. কেবলমাত্র একটি বিভাগেই লেখা পাঠাবেন।

৪. প্রকাশিত লেখা পাঠাবেন না।

৫. লেখার সঙ্গে  নিজের একটি ছবি অব্শ্যই পাঠাবেন।

 

লেখা পাঠানোর শেষ তারিখ – ৩১ মে, ২০২৩।

(লেখা  নির্বাচনে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত। আমন্ত্রিত লেখার ক্ষেত্রে প্রযোজ্য নয়)

 


No comments:

Post a Comment