Friday, May 15, 2020

কবিতা - বিকাশ চন্দ


সূর্য আলোর ডানায়
বিকাশ চন্দ

শিরদাঁড়া বেয়ে নামছে অচেনা রক্ত স্রোত-----
পায়ের তলায় চেনা জলস্রোত পৌঁছে গেছে শরম চিহ্নে, 
শিউরে ওঠে আঁতুড় ঘরের মাটির অন্ধকার---
সম্পর্ক বাঁধন জুড়ে আছে চূর্ণ আলোর বিলাসে। 
#
একটু তো আলো জ্বলুক হে আন্তরিক লৌকিক চোখ---
সমদর্শী আমি তিনি এবং আপনারা কেমন আলো মুখ,          
বুড়ো শিবতলা বারোয়ারি উৎসব একই রাস্তা---
মাজার ছুঁঁয়ে চলে গেছে, সমস্ত আলো অন্তর্বলয়। 
তর্জনী সময় ছুঁয়ে আছে রঙ চটা তালপাতা কোষ্ঠি, 
কোথাও ছত্র খান খেরো খাতা দাঁড়িয়ে বিষাদ প্রতিমা---
বয়সের সীমা অতিক্রম জানে প্রত্যয়িত প্রামাণ্যচিত্র, 
জল ডাঙ্গায় বসতি উচ্ছ্বসিত জানে না চুক্তির মুক্ত আলাপ----
#
এখনও গাছের তলায় নিশ্চিন্তে ঘুমোয় নক্ষত্র সংসার---
প্রতি রাতে নেমে আসে অক্ষ ভাঙে গ্রহ চ্যুত জীবন,
চাঁদ মুখে লজ্জা নামে শরীরের রক্ত জমে মুখে---
ঋতুপর্ণ কাল জানে গাছের বাকল ছেঁড়ে বনজ সম্ভ্রম। 
#
গাঙচিলের ঝাঁক আর বকের সারি দেখে রূপশালী ধান---
তবুও টসটসে মৌন সবুজ ছায়া জানে প্রতিদিন পাখি গান, 
বাঁচার ভেতর জন্ম কথা জানে নতুন সংঘর্ষ উৎস উত্তাল---
বুনো পাখিদের গানে বয়ে আনে সূর্য আলোর ডানায়। 
বিকাশ চন্দ

No comments:

Post a Comment