মেঘ এখানে
এসে অন্যমনস্ক হয়ে যায়
তৃষ্ণা
বসাক
মেঘ এখানে এসে অন্যমনস্ক
হয়ে যায়,
আমাদের সন্ধেগুলো কেটে
যাচ্ছে গল্পের মতোন,
যখন ভাঙ্গাচোরা স্টেশন জুড়ে
বৃষ্টি,
ছাতার নিচে চিকচিক করে চোখ,
ভেঙে চুরমার হয়ে যাবার আগেই
কচি কচি ফুরফুরে দুজোড়া
ডানা-
আমরা উড়ছি মেঘের মধ্যে,
বৃষ্টির মধ্যে,
পাহাড়তলির ভেড়ার দল, তোমরা
দেখো,
তোমাদের মুচমুচে পশম ছুঁয়ে
উড়তে উড়তে ,
ওই যাহ, তোমাদের মেষবালিকার
মাথার লাল রুমাল
আমরা উড়িয়ে নিয়ে যাচ্ছি!
এখন আমাদের হাতে লাল রুমাল,
আমরা অবশ্যই শান্তির কথা
বলছি না...
সেই পাহাড়টাকে অনেকদিন
খুঁজে পাচ্ছি না,
যার গুহার অন্ধকারে লুকিয়ে
রেখেছিলাম আমাদের দুজোড়া ডানা,
আর বেরিয়ে পড়েছিলাম জনবসতির
উদ্দেশে,
হলুদ ছমছমে আলো ধরে ধরে
হেঁটে যাচ্ছিলাম খাবারের খোঁজে,
উপেক্ষা করেছিলাম রক্তমাখা
রুটি, স্যানিটাইজারে অন্ধ চোখ
আর জামলো মখদমের চটিজোড়া,
মেঘ হয়তো এখনো সেই
পাহাড়টাকে খুঁজে যাচ্ছে,
আমাদের বাড়ি এসে সে বড্ড
অন্যমনস্ক হয়ে যায়!
![]() |
তৃষ্ণা বসাক
|
No comments:
Post a Comment