Wednesday, May 6, 2020

নীলাকাশ - রুমা পাল


নীলাকাশ
রুমা পাল

পথে হেঁটে  যায় নিবিড় বাউল
যেন সে এক নীল আকাশ
আকাশে তার গান বাজে যেন রাত্রির
সমুদ্রে বাজে একাকীবেহালা
এক বাসন্ত বাউরি পাখি ডাকে
প্রেমগান কৃষ্ণ নাম
সেই নাম ভেসে ভেসে আমার হৃদয়ের দরজায় কড়া নাড়ে।
আমি বসন্ত পূর্নিমায় তোমার গান শুনেছি।
ভেবেছি চাঁদ রাতে তুমি কবিতার খাতা খুলে বসবে,
অন্তরের স্পর্শ ধ্বনি আমাদের মিলিয়ে দেবে;
আড়ালের আবরন খুলে আমরা প্রকৃতির অংশ।
তুমি জলের কথা বলবে। চাঁদ মিশবে জ্বলে
আমারা সারারাত সেই চাঁদ মাখা জলে অবগাহন করব
জ্যোৎস্না আমাদের পোষাক।
আকাশ তোমার দিকে চেয়ে আমি মুগ্ধ হই।

তোমাকে ছুঁতে পারবো এ আশা নেই।
আমার চোখে তোমার গান লেখা।
তবু  কোনদিনএচোখ তোমাকে  প্রত‍্যক্ষ দেখেনি।
কোনোদিন তোমার পাশে বসে ঘ্রান নেয়নি
তবু ও নীলজল তোমাকে রক্তাক্ত  গোলাপের মালাটি দিলাম।

No comments:

Post a Comment