Friday, June 19, 2020

যেখানে বাসি টুকু আর থাকে না - শ্যামসুন্দর মণ্ডল


যেখানে বাসি টুকু আর থাকে না
শ্যামসুন্দর মণ্ডল

ফুল ঝরে গেলে বাসি কথাটুকুই ওর যথেষ্ট।
সারা গা বেয়ে উঠতে থাকে 'বাসি' নামের ওঙ্কারনদী।
ছেদ নেই কোথাও!
সেখানেও---
ঈপ্সিত ও সার্থকের মাঝে --
ভ্রমর বা প্রজাপতির ডানায়
কিংবা দেবতার পদমূলে।
"বাসি'' টাই বইতে বইতে গিয়ে পড়লে-
যেখানে সূর্য খাকরা হয়,
সেখানেই নিশ্চিন্ত,সেখানেই বাসিটুকু আর থাকে না।

No comments:

Post a Comment