এই আলো
সোনালী
মিত্র
মেঘ সরে গেলেই কি সূর্য
নেমে আসবে মাটির পৃথিবীতে?
নদীর বুকে ফাটল ধরলে সেও
অপেক্ষা করে সূর্যের সবটুকু নির্যাস নিতে
উন্মুখ হয়েই ছিল সেই
স্পর্শের জন্য।
বনে বনে পাখির অব্যক্ত
ব্যাথার ধ্বনি প্রতীক্ষায় থাকে প্রথম আলোর ভালোবাসার জন্য।
ক্ষত বিক্ষত শরীরের মজ্জায়
মজ্জায় ছড়িয়ে পড়ে যে আলো অনেক কানাগলি ঘুরে
সে কিসের আলো?
মাটির শীতল বিছানায় বসে আছে
এক বুক
জমাট পাহাড় নিয়ে যে আজ
সেখানে সূর্য অন্ধকার হয়ে
নামে।
ছোট্ট ছোট্ট শৈশবের শরীরে
বকুলের গন্ধ মাখা আঁচলে বেঁধেছে যে স্বপ্ন
তাদের নেই কোনো আলো নেই
কোনো ভাতঘুম
আছে কালের নীরব দর্শক হয়ে
বেঁচে থাকা।
![]() |
সোনালী মিত্র
|
No comments:
Post a Comment