হঠাৎ যেন
পৃথিবী থতমত
শক্তিপদ
মাইতি
বাতাসে বাজছে সাইরেন,
বৃষ্টি নামতে পারে
ঈশানকোনে ঘনঘটা, ঝড় বইতেও
পারে
সাদা বক উড়ে এল জেলেপাড়ার
মাঠে
হঠাৎ যেন পৃথিবী থতমত;
আকাশ বাতাস নিস্তব্ধ
ফাগুনের ঝরাপাতা উড়তে উড়তে
নিশ্চুপ,
কচি পাতা নড়তে নড়তে অনড়-
যেন এক যুগ।
অভাগীর স্বর্গ কুঁড়েঘরের
জীর্ণচাল বিদীর্ণ করে উনুনের বিষণ্ণ ধোঁয়া
রাক্ষসক্ষুধার ছবি আঁকে
কালো আকাশের ক্যানভাসে-
থমকে দ্যাখে পৃথিবী, থমকে
দাঁড়ায় বৃষ্টি।
মধ্য গগনে থমকে দাঁড়ায়
জটাধারী বুনোমেঘের আস্ফালন
আকাশ বাতাস নিঃস্তব্ধ;
হঠাৎ যেন পৃথিবী থতমত।
![]() |
শক্তিপদ মাইতি
|
Khub valo hoyeche .
ReplyDeleteআন্তরিক ধন্যবাদ জানাই।
DeleteWonderful garlend of words.
ReplyDeleteঅনুপ্রাণিত হলাম।
DeleteKhub sundor..
ReplyDeleteধন্যবাদ।
Delete