Monday, June 15, 2020

যেটুকু সঞ্চয় - শুভঙ্কর দাস


যেটুকু সঞ্চয়
শুভঙ্কর দাস



এত দুঃখের শেষ কী আছে আর
চক্ষু-সরোবরে স্নান!
জন্ম থেকে চাইছ মন সুখের পরিত্রাণ?
হাত বাড়ালেই আকাশ পাবে না,
মাটি আছে,কঠিন,কাঁকুরে, ধূসর
বোঝাই গেছে,লড়াই আছে,এমনি কি আর বসুন্ধরা আশ্চর্য সুন্দর!

কতটা মূর্তি হলে বা কতটা মানুষ
কতটা বা দিকহারা হাওয়া

সঞ্চয় তো মানতেই হয়,যত কষ্ট  হোক নিঃস্ব-র
মৃত্যুগামছা মাথায় বেঁধে,আগলে রাখা শস্য, সন্তান আর ঈশ্বর!

শুভঙ্কর দাস




No comments:

Post a Comment