আত্মজৈবনিক
অশোককুমার বাগ
পোড়ো মন্দির
উলঙ্গসময় হয়ে জড়িয়ে আছে আমার আবহমান
প্রতিদিনের নির্মাণকলায় তার জন্মান্তর
একটি সত্যের ঠোঁটে লিখে দেয় ডারউইন কথোপকথন।
ভোরের পাখনায় নতুন সংলাপ, মশগুল দোফসলি মাঠ
সন্ধ্যার মেঘমালা তোমার কথা ভেবে বিরহি হয় সারারাত
গোপনকথারা আকাশের প্রান্তরেখা ধরে
বীজ বপনের গল্প বলে একটি সম্ভাব্য মৃত ভ্রূণের জন্য।
অনেক আবহবার্তার পর স্থিতধী বিটপ
পুরানো কথার পাণ্ডুলিপি থেকে ঝরিয়ে দিচ্ছে শুকনোপাতা
অজুত সাধনায় মানুষ বৃক্ষ হয়ে গেলে
পরাজিত সংশয় সবুজ ঘাসের দেশ থেকে বিগ্রহ ছুঁতে পারে।
![]() |
অশোককুমার বাগ
|
No comments:
Post a Comment