সার্কাসের তাঁবুতে বৃষ্টি
অশোককুমার লাটুয়া
অবসাদের অববাহিকায় মেঘ জমেছে।
ডুবে গেছে নক্ষত্রের আলাপচারীতা
একান্নবর্তী চোখের কার্ণিশে।
ঝরে পড়ছে কান্নার বৃষ্টি সার্কাসের
তাঁবুতে। ক্লাউনের চোখে ঘোরাফেরা করে ঘুমহীন আরোও কালোমেঘ।
ভাঙা ভাঙা স্বপ্নের খোলামকুচি নিয়ে
তবু খেলা অপেক্ষার আকাশের সাথে।
মৃত মৌমাছিদের ডানার গন্ধে
ভিজে যাচ্ছে আষাঢ় - শ্রাবণ।
দেখা যাচ্ছেনা সেতু এপার ওপার।
বিষাদের বিষ বুকের বারান্দায়
— সমুদ্রমন্থন যতবার।
বিরহী মেঘদূত জলেভেজা প্রজাপতি
উড়োচিঠি ব্যক্তিগত জলছবি।
নির্বাসিত রামগিরি
অনেক যোজন অলকাপুরী স্বপ্নসুদূর।
মেঘ জমেছে সবদিকে।
অথচ হৃদয় ফেটে চৌচির।
ক্লাউনের চোখে ঘুম নেই
সার্কাসের তাঁবুতে বৃষ্টি
দৃষ্টিহীন ঘনঘোর
![]() |
অশোককুমার লাটুয়া
|
No comments:
Post a Comment