একটি পোড়া
ইঁটের ব্যক্তিগত
অলক জানা
নির্মমতাই এখন প্রতিটি তলের
আভিজাত্য
সমগ্র পৃথিবী থেকে বিভেদ
রেখার বিষণ্ণতা
হরণ করে সরল মাতৃত্ব,
মানবিকতা
বীজ জানতে পারে, প্রাণঘাতী
আশ্রয়ে
অধিক সময় থাকা ঠিক নয়,
অতীতের কাছে এখন ফেরা
পরাবাস্তব গল্প
আগুনের সংজ্ঞা ঘুমিয়ে থাকে
বুকের অলিন্দে
সহাস্য সভ্যতায় জমা থাকে
পুনর্জন্মের দহন।
লৌহপাথর ঠিকানায় এখন স্থায়ী
বসবাস
স্বাস্থ্যকর হাওয়ার
মেরুদণ্ডও ভেঙে পড়া
সফল বিজ্ঞপ্তি,
এই নির্জলা বুকে কেউ আর
বাগান
বসায় না, নিরাপদ দূরত্বে
দাঁড়িয়ে থাকে
বিকেলমগ্ন সূর্যমুখী।
![]() |
অলক জানা
|
No comments:
Post a Comment