Thursday, June 25, 2020

পরবাসে - বিমল মণ্ডল


পরবাসে
বিমল মণ্ডল 

কাঁধে ব্যাগ রেখে স্টেশনে কতবার নেমেছি রাতে
হেঁটেছে স্তব্ধ জনতার ট্রেন লাইন  পথে পথে
কেবল ঘরেতে অসহায় বাবা  তাই অন্ধকার সাথে
গায়ে নোংরা, রক্তাক্ত শরীর  আড়ষ্ট বাড়ি ফেরার জগতে

মাইল মাইল হেঁটে চলি খুলে খুলে পড়ে শরীর 
তবুও পুলিশে মার পড়ে থাকে শুধু অন্ধকার
লেড়ি- কুকুরের ক্ষুধার  পথে আমিও সঙ্গে কিচ্ছুক্ষণ
হেঁটেছি, সাঁতার দিয়েছি ক্লান্তিতে ভেজা শরীরে
অবসন্ন শরীর তখনও পথ থেকে পথের ভেতরে

পনেরোদিন  এভাবে ক্লান্ত শরীর টলমল গ্রাম পথে
আরও চৌদ্দদিন বিধান  কাটে  পরবাস  দিন-রাতে। 


বিমল মণ্ডল 

No comments:

Post a Comment