ও আমার
আনমনা মেঘ...
মোনালিসা পাহাড়ী
তুই আমার নীলচে শাড়ির আঁচল
প্রেমের
বিকেল, দখিন হাওয়া
এলো চুলের ঢল।
তুই আমার অস্তরাগের আকাশ
পান্না
হীরে ঝর ঝরানো
চিলতে অবকাশ।
তুই আমার যাপন বেলার গান
তোর
বুকে মুখ রেখে আমি
ভুলি ক্ষত স্নান।
ও আমার আনমনা 'মেঘ' শোন
ক'টা
জীবন দিলাম তোকে
পারিস যদি গোন
 |
মোনালিসা পাহাড়ী
|
No comments:
Post a Comment