Thursday, June 25, 2020

ভয়ের ভেতর সাড়া - রাজকুমার আচার্য


ভয়ের ভেতর সাড়া
রাজকুমার আচার্য

আকাশ পাঠিয়েছে লাল রং সবুজ ডালপালা  মেলেছে ডানা
এক চিলতে বারান্দার কোণে লাল পরির দাঁড়াতে নেই মানা
মেঘের মতো কালো চুলে ছুঁয়ে আছে গুচ্ছ সবুজ পাতা
                 লাল শাড়িতে মুক্ত বাহুদ্বয়
রক্ত প্রবাল আঙুল দিয়েছে ঘিরে, লাল চুড়িতে গোধূলি সর্বময়
চোখ দিয়েছ অদূরের গভীর জলে জলের ছায়া মনের ভেতর ভাসে

আমার কেমন অসুখ-অসুখ করে আমার কেমন ভয়ের ভেতর সাড়া


রাজকুমার আচার্য


No comments:

Post a Comment