Thursday, June 18, 2020

বৃষ্টি, সুরঝংকার - গোবিন্দ বারিক

বৃষ্টি, সুরঝংকার
গোবিন্দ বারিক

চোখের ভাঁজে মেঘ সাজলে বৃষ্টি নামে বুকের গাঙে
বিনুনি বৃষ্টি-ফুল ফুটে উঠেছে পথে ও প্রান্তরে
যে-পথ মাড়িয়ে রাধাময় ভাবনায় ডুবে আছে জগৎ
বিলানো প্রেম বর্ষালী বৃষ্টি নাচে কার জন্যে?
এখন শ্রাবণ। কৃষ্ণ-অন্ধকার।
বৃষ্টির ঝিমঝিম একটানা ধ্রুপদী সঙ্গীত বাজে যেন বিসমিল্লা সনাই
কেন বাজে কখনো ভেবেছ তুমি?
বয়স কতগুলো এলোমেলো নিঃসঙ্গ হলুদ ভাবনা
উড়িয়ে নিয়ে যায় ঋতুকাল থেকে শূন্যতায়।
অঝোরে বৃষ্টি। অসম্ভব কল্পনার স্তব্ধতা ভেঙে
খুলে দাও তোমার হৃদয় সিংহদুয়ার দেখবে
কেমন অনুপম বাঁশির সুর তুলেছে নিষণ্ণ অন্তরে...

গোবিন্দ বারিক

No comments:

Post a Comment