একটি চতুর্দশপদী কবিতা
বিপ্লব গঙ্গোপাধ্যায়
এখন সময় তার জেগে থাকবার
অথচ ঘুমিয়ে গেছে মৃতদের ভিড়ে
মেঘের উপরে ভাসে
স্বপ্নদাগ লিপি
কী লিখেছে ওইখানে জলের তিমিরে?
প্রশ্নহীন কৌতুহলে ফুটেছে জিজ্ঞাসা
আঁধারে বিলীন মেঘ, লুপ্ত ছায়ারাশি
সকল কামনা আজ ফুটে ওঠে ফুলে
সৃজণ পরব হোক স্থির অবিনাশী।
জলের ভেতরে প্রাণ বারবার ঘোরে
নির্জনতা ভেঙে দেয় নিজস্ব দু হাতে
ধরে রাখে ধুলোমাটি নক্ষত্রপ্রপাত
মায়ার খনিজ আলো জ্বলুক তফাতে।
বাক্যহীন জড়বস্তু স্থির গাছপালা
আমরা পাঠক শুধু, লেখো কাব্যমালা।
![]() |
বিপ্লব গঙ্গোপাধ্যায়
|
খুব ভালো লাগলো
ReplyDelete