Saturday, June 20, 2020

ভেজা কাব্য - জয়দেব মাইতি


ভেজা কাব্য
জয়দেব মাইতি

মেঘ এলে, আজও আমি নস্টালজিক হই।
গুড়গুড় ডাক, ঝিরিঝিরি বৃষ্টি, গাছতলা, রামধনু রঙ আর তোমার সেই বৃষ্টি ভেজা চাউনি
সিক্ত করত সারাক্ষণ
দৃশ্যপট সরে গেলে -
সময়ের নিষ্ঠুরতায়,জীবন ভুলে যায়
বৃষ্টি ভেজা দুপুর- মেঘেদের গর্জন- রামধনু রঙ আর তোমার সেই চোখ
আনমনা দিনে আবার কখনো
মেঘেরা এলে, আজও আমার পাড়ায় তোমার খোঁজ নেয়
লজ্জায় পুড়তে তখন ভীষণ ইচ্ছে হয়


জয়দেব মাইতি




No comments:

Post a Comment