জীবনের
মানচিত্র
কাজী সামসুল আলম
প্রেম ভেঙে গেছে অবুঝ
পৃথিবীর সাথে খেয়ালি চাঁদের,
ব্যঙ্গ বিদ্রুপ মাখা
জ্যোৎস্নার আলো ঝুলে থাকে গাছের আগায়, পড়ে না মাটিতে।
আলোমাখা পৃথিবী ডুবছে
আঁধারের গভীরে--
জীবনের সংখ্যা কমে যায় ধীরে
ধীরে।
মাতাল বাতাস কিছু না বুঝলেও
জীবনের মানে বোঝে,
প্রভাতফেরীতে মাতাল বাতাস
সংগ্ৰহ করে প্রতিদিনের উপড়ানো গাছের সংখ্যা।
আনমনা মেঘের কান্নায় সবুজের
উল্লাসে শুধু মনমরা মানুষ-- স্বজন হারানো শোক ভুলে নিজের শ্বাস গুনছে,
চাঁদের শরীরের ঘামে পৃথিবী
আবার শান্ত হবে, সব রঙে সাজাবে জীবনের মানচিত্র।
![]() |
কাজী সামসুল আলম
|
No comments:
Post a Comment