বাউল উড়ে গেল ধৈবতে
বনশ্রী রায় দাস
ধুসর মেঘের টুকরো থেকে দু
পংক্তি
সুর নিয়ে বেজে উঠলো পাহাড়ের
ঘর্ষণ
নদীর হাঁসলি বাঁকে পিপাসা
ভাসিয়ে
বাউল মিলিয়ে গেল ধৈবতে।
বীজ বোনার কাজ অসম্পূর্ণ
রেখে
কৃষক ফিরেছে নাকছাবি ঘরে।
নৌকো ঘাটে বেঁধে নুলিয়া
ফিরে এলো
আগুন পোহাবে বলে।
আকাশের নাভি থেকে মুছে গেল
ডানা
আঙুলের দাগে উপচে পড়া
দর্পণ,
সবুজ ছাতার নীচে বৃক্ষটি
শুধু
অনুক্ষণ ভিজে গেল হৃদয়ের
গাঙে।
থেকে যাবো এমনি করে আরও বহু
বছর
নাই বা ডাকলে তুমি ভোরের
সংলাপে,
ফিরে যাওয়ার আগে বাতাসের
ঝুলন্ত চৌকাঠ
রেখে যাবো জীবনের সংকেত।
![]() |
বনশ্রী রায় দাস
|
No comments:
Post a Comment