Friday, June 19, 2020

সাঁতার শেখা - সহদেব প্রধান

সাঁতার শেখা

সহদেব প্রধান


বটের ঝুরির ঘুমসি ধরে

কেউ আমাকে সাঁতার কাটাচ্ছে জ্যোৎস্নায়।

কাঠের ঘাট।
হাত-পা ঝাপটাচ্ছি
গাছপালা ঘেরা পুকুরে
পুকুরের নীচে আকাশে।

তারপর জল নেই,আকাশও নেই
খটখটে মরা পুকুর।
ওপর থেকে কারা দড়ি ঝুলিয়ে ফেলে দিচ্ছে সদ্যোজাত শিশু
শিশু কাঁদছে
আর্তনাদে ফেটে যাচ্ছে তল।

থৈ থৈ পুকুর
জল ঝাপটাচ্ছি
মাছ লাফাচ্ছে চারিদিকে
গোঁফে কাদা মাখা স্নান শ্রান্ত বালকেরা উঠে যাচ্ছে।

আমরা ঘুমসির নিরাপদ টানে ঝাপটিয়ে চলেছি সারা পুকুর
এত ঝাপট যে জল উঠে যায় আকাশে!

সেই জল পড়েবৃষ্টি নামে!

 
শুধু তোমারই কোনো ঘর নেই রাধে।
 



No comments:

Post a Comment