ছুঁতে
পারি
নবীন মণ্ডল
আমি আকাশকে ছুঁতে পারিনি!
কিন্তু, পারি ছায়াকে...
যে আমার শির স্পর্শে ভাবনার
অলিগলি বেয়ে পৌঁছে অন্তর গুহা হতে টেনে আনে মুক্ত মুক্তির ভাবনা;
অলিন্দ হতে টানে নিলয়...
নিলয় হতে অলিন্দে
অক্সিজেনের বার্তা কোষে কোষে কার্যকারিতার প্রতুল বৈভব ঘটায়।
আমি মেঘকে ছুঁতে পারিনি!
কিন্তু, পারি ধারাকে...
যে আমার দেহ স্নেহের ছোঁয়ায়
মলিন,কলুষ মোহহীন করে;
নিষ্কৃতি, দায় মুক্তে
জীবনকে ধন্য করে;
জীবনের জন্য...মাটি স্পর্শে
চাষ যোগ্য জমি নির্মাণ, আহারের পরিপাটি যোগ্য যোগ্যতা অর্জন করে; এক মস্ত আনন্দ,
তৃপ্তির আকাশ দেখায়।
তাই আকাশের পানে শ্বাস
প্রশ্বাসটাই গতির...জীবন নদীর পথেই বেয়ে চলা এক নদী।
![]() |
নবীন মণ্ডল
|
No comments:
Post a Comment