কেউ ভালো
নেই
গীতা খাঁড়া
পৃথিবীময় দাপিয়ে বেড়ায়
ভাইরাস নাম
"করোনা"
চেনা ছন্দ হারিয়ে জীবন
বদ্ধ কয়েদখানা।
পত্রিকা সে সকলের প্রিয়
আজ যেন অচ্ছ্যুৎ
সবাই যে আজ থাকে দূরে
যেন স্পর্শিছে বিদ্যুৎ।
চিকিৎসাতে আছেন যাঁরা
লড়ছেন দিনরাত
তবুও তাঁদের দুষছে মানুষ
এমনি মোদের ধাত।
মৃত্যুভয়ে কাটে এখন
অন্ধ অমানিশি
আবার কবে হাসবে সবাই
আসবে আলোর খুশি।
থাকুক আশা, থাকুক সাহস
হার কভু না মানি
লড়াই করে বেঁচে থাকাই
এখন জীবন জানি।
![]() |
গীতা খাঁড়া
|
No comments:
Post a Comment