Thursday, June 18, 2020

কথা হয়েছিল - রীতা পাকড়াশী


কথা হয়েছিল
রীতা পাকড়াশী

কথা হয়েছিল
ভাগ করে নেব
রাতের বিষন্নতা,
খসে পড়া যে তারাটা
আশ্রয়হীন
বাতাসের বুকে
হয়ে যায় লীন,
সেই তারাটাকে
খুঁজতে যাবো
কথা হয়েছিল।
আরও কথা হয়েছিল -
মাঝরাতে যে শব্দগুলো
ঘুম ভাঙ্গিয়ে ডাকে,
যে শব্দগুলো
বৃষ্টি হয়ে ঝরে,
বাতাস হয়ে
শরীর ছুঁয়ে যায়,
যে শব্দ জন্ম নিত
আলাপী দুটো ঠোঁটে
একান্তে,
একদিন তারা
কবিতা হয়ে উঠবে
কথা হয়েছিল।
কথা হয়েছিল
মেঘেদের কাছে
বৃষ্টি চেয়ে নেবো,
বসবো গিয়ে
কংসাবতীর চরে,
চার আঁজলা
জল উপহার দেবো,
কংসাবতী আবার
নদী হবে-
কথা হয়েছিল।
কথা হয়েছিল
আরও আরও -
পাহাড়ে যাব, ঝর্না হব,
কুড়িয়ে নেব,
ভাষিয়ে দেব শব্দবন্ধ,
একদিন সুরধুনী
হয়ে বইবে
কথা হয়েছিল।
কথা হয়েছিল
রঙ চেয়ে নেব
কৃষ্ণচূড়ার কাছে,
পলাশের কাছে নেব
রঙীন হওয়ার পাঠ,
ধূসর যেন
আর না থাকে কেউ,
রঙ ছড়িয়ে
ভরাবো মাঠঘাট।
কোনো এক
শ্রাবণ সন্ধ্যাবেলা
কথা হয়েছিল -
বেলফুল জুঁইফুলের
গল্প শুনবো,
শিখে নেবো
কেমন করে স্নিগ্ধ হতে হয়।
কথা হয়েছিল
একদিন ঠিক
পৌঁছে যাব দিগন্তরেখায়,
আকাশ চুপি চুপি এসে
মাটির কানে
কী কথা বলে যায়
সব শুনে নেবো,
কথা হয়েছিল
কথা হয়েছিল। 

রীতা পাকড়াশী

No comments:

Post a Comment