Thursday, June 18, 2020

আমাদের আর কি! - বীথিকা পড়ুয়া মহাপাত্র


আমাদের আর কি!
বীথিকা পড়ুয়া মহাপাত্র

বৃষ্টিরে তুই আবেগ কবির
আমাদের আর কি?
ফুটো চালে জল ঝরে যায়
জুটবে কেমন ঘি?

তুই শুধু ভাই সুর তুলে যাস
টুংটাং গামলাতে,
আমাদের তো নুন জোটে না
একটু গরম ভাতে!

ছন্দফন্দ ওসব ওদের
ভরা পেটের ভাবনা,
ক্ষিদের জ্বালায় নাড়ি চটকায়
দশটা ছুঁচোর ছানা!

বৃষ্টি রে তুই শিল্পীর গান
আমাদের আর কি?
ভুখা পেটে ক্লান্ত খুকুর
শয্যা পেতেছি!

বিছানা পরে জলতরঙ্গ
পেটে কান্নার রোল
মারন রোগে গা পুড়ে যায়
খুঁজছে মায়ের কোল!

বাপটা গেছে ভিন দেশে আয়
ওষুধ পথ্যি নাই ,
এমন দিনে কাব্যিকথা
ক্যামনে বল শোনাই!

বৃষ্টিরে তুই মিষ্টি মধুর
আমার তাতে কি?
উপোসী, এই খড়ের ঘরে
বাঁচাই কেমন ঝি?

বীথিকা পড়ুয়া মহাপাত্র


No comments:

Post a Comment