বৃষ্টিধোয়া
মঙ্গলপ্রসাদ মাইতি
মহাসুখে বৃষ্টি গায়ে মাখছে
বৃক্ষরাজি,
প্রখর দাবদাহে পুড়ে যাওয়া
ক্ষতগুলি
সারিয়ে নিচ্ছে অব্যক্ত
উল্লাসে।
এরপরই স্বমহিমায় মেলে ধরবে
তাদের রূপের ডালি,
সবুজে সবুজময় হয়ে উঠবে
তারা,
জীবনের পালে লাগবে হাওয়া।
একইভাবে ভিজছে আমার
শরীর-মনও
অন্তরের
যাতনা-দু:খ-বিষাদখানি
ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে
এক এক করে।
আমি নতুন করে গড়ছি নিজেকে-
এক অনাগত সুখের সময়কে
ধরবার আকুল বাসনা আমার;
আজকের অ-সুখ সময়টাকে জীবনের
অলিন্দ থেকে তাড়িয়ে ফেলতে
চাই।
![]() |
মঙ্গলপ্রসাদ মাইতি
|
No comments:
Post a Comment