Thursday, June 25, 2020

একটি বরবাদ দিন - সোমা প্রধান

একটি বরবাদ দিন
( সুশান্ত সিং স্মরণে)
সোমা প্রধান

ঝমঝমিয়ে বৃষ্টি এলো হঠাৎ
থেকে থেকে চমকে ওঠে আলো
অন্ধকারকে সেলাই সুতোয় বুনে
মনখারাপী নৌকা ভাসালো

আজ সারাদিন চুল হয়নি বাঁধা
জলের ঝাপটা জুলপি ছুঁয়ে কাঁদে
রেলিংজুড়ে দুলছে মাধবীলতা
আজ সারাদিন ভীষণ বরবাদে

তরতাজা প্রাণ টুকটুকে ফুল যেন
পেঁচিয়ে মরে কোন সে লতায় ফেঁসে
তোমারও ছিলো মনখারাপের রোগ!
স্বপ্নপূরণ ইচ্ছেমৃত্যুর বেশে...


সোমা প্রধান

No comments:

Post a Comment