Friday, June 19, 2020

শুনছো দেবতা - সুলগ্না


শুনছো দেবতা
সুলগ্না

ব্যাঙ্গালোরের সাদা ধবধবে হাসপাতালটায়,
যেখানে আমরা ছিলাম
প্রতি সন্ধ্যায় সেখানে গণপতি পূজার প্রার্থনা
প্রসাদ বিতরণ আর ধুনোর গন্ধে
ঝাঁ চকচকে মহলটা ম-ম করে উঠত।
ইমার্জেন্সি থেকে যখন শবদেহ বেরিয়ে যায়
দেবতা তখন খিলখিল করে হেসে ওঠেন।
পাশের বেডে ভক্তরূপী রোগী তখনও
ওপরওয়ালার মহানতা ভিক্ষায় দিন গোনে।
বছরখানেক পর,
মন্দিরের সিঁড়ি বেয়ে উঠে দেখি
স্যানিটাইজার টানেল পবিত্রতার প্রতীক।
অম্লান বলত, 'আমি ভগবান মানিনা।'
বুকটা ছ্যাঁৎ করে উঠত আমার।
কিজানি কি হয়ে যায়!
শুনছো দেবতা, তুমি খালি ভয় দেখিয়েই খালাস!
আমাদের বন্ধু হতে পারনি কখনো।


সুলগ্না

No comments:

Post a Comment