আহত জলের ফোঁটা
খুকু ভূঞ্যা
দৃশ্যের ঐশ্বর্য ধরে রাখতে
পারে না চোখ
স্বর্গের সিংহদ্বারে
দাঁড়িয়েও সে গামছা পরা কৃষকের
মৃত স্বপ্নের ধানখেত
দ্যাখে।
পারিজাতের পাঁপড়িগুলো
প্রিয়জনের শোক ও ব্যথা,
সোনার মতো চকচকে রোদ
চালতাডালে বসে থাকা কালো পাখি
কন্ঠে যার গান নেই, চোখে
আকাশ নেই
গলা ভর্তি রক্ত নিয়ে সন্ধা
নামার শব্দ শুনছে।
সৌন্দর্য গুছিয়ে রাখতে না
পারলে মনও অনাত্মীয়
ভেসে ওঠে না আর স্কুলের
টিফিন,,
শিমূলের ছায়ায় বসে
ঝানুমুনি হাঁসদা ডুলুং নদীর গল্প বলেছিল
সেই নদীচরের কাশের দুঃখ,
ঝিনুকের ভেতর আশার মনি,
কিংবা সেই নদীপারে বসতি
সারি সরেনের মাঠ মাঠ বেদনার কথা, সন্ধার সাথে ডুবে যায়।
কপালের মাঝখানে আহত জলের
ফোঁটায়
একটা নদী খনন করে চলেছে কেউ
যে স্বর্গ ফিরিয়ে নেমে
আসছে, অন্ন জল মাটির কাছে।
![]() |
খুকু ভূঞ্যা
|
No comments:
Post a Comment