মেঘ এখানে
এসে অন্যমনস্ক হয়ে যায়
অরুণিমা
মেঘ এখানে এসে অন্যমনস্ক
হয়ে যায়
খেয়াল থাকেনা কখন কথা ছিল
বৃষ্টি হয়ে ঝরে পড়ার
অথবা ভেলা হয়ে ভেসে যাবার।
মেঘ এখানে এসে অন্যমনস্ক
হয়ে যায়
দুদণ্ড চোখাচোখিতে বদলে নেয়
ভবিষ্যৎ,
কথা ছিল যা কিছু সব ভুলে
যায়
ঝরে পড়লে বর্ষা হয়ে পৃথিবী
বলত আয় বৃষ্টি আয় !
ভেসে গেলে হয়ত অপেক্ষায় ছিল
আরও মেঘের দল
হয়ত পারত জ্বলে উঠতে সাথে
মিলে গেলে,
নেচে উঠত শরীরে ঝংকার তুলে
আলোর আঁকিবুকি,
কেঁপে উঠত গম্ভীর আওয়াজে
পৃথিবীর বুক
বিষ্ময় রূপ- আকাশের বুকে
বজ্র বিদ্যুৎ !
এক টুকরো মেঘ এখানে এসে
অন্যমনস্ক হয়ে যায়
দুদণ্ড চোখাচোখিতে ভুলে যায়
সব,
তবু মেঘ আসে যায় নিয়মের
ফাঁদে
উড়ে যায় ধোঁয়া হয়ে রুক্ষতা
শুষে নিলে,
শ্রাবণের ধারা হয়ে নেমে আসে
চোখে
পুরোনো ভালবাসা,
"বর্ষার দিনে"![]() |
অরুণিমা
|
No comments:
Post a Comment