Thursday, June 25, 2020

প্রতিদ্বন্দ্বী - সঞ্জয় কর্মকার


প্রতিদ্বন্দ্বী
সঞ্জয় কর্মকার   

নিখোঁজ আমার মোমের পুতুল
শূন্য খেলার মাঠ,
সকাল বিকেল বোঝাই ব্যাগে
নিত্য নতুন পাঠ।

গানের টিচার আঁকার টিচার
নাচের দিদিমণি,
সখ আহ্লাদ  ভুলতে থাকি
রবি হোক্ বা শনি।

ইচ্ছেগুলো অথৈ জলে
তাও তো বুকে পণ,
পাহাড়  সমান উঠতে হবে
ছুটছি সারাক্ষণ।

কেউ রাখেনা মনের হদিশ
সফলতায় চোখ,
তুচ্ছ ভুলেও নেই যে ক্ষমা
দেখায় কত রোখ।

চতুর্দিকে আমার মতই
আমার প্রতিদ্বন্দ্বী,
অষ্টপ্রহর যুদ্ধ কেবল
কিছুতে নেই সন্ধি।


সঞ্জয় কর্মকার   

No comments:

Post a Comment