Friday, June 19, 2020

অপরূপা আষাঢ় - মতিলাল দাস


আপরূপা আষাঢ়
মতিলাল দাস

স্নিগ্ধ প্রকৃতির চিবুক ছুঁয়ে যাওয়া
বৃষ্টিস্নাত ভোরে এক অপূর্ব মায়া।
দমকা বাতাস আর মৃদুজলের ঝাপটায় পত্র-পল্লবের মুগ্ধ করা সজীবতার স্নান।
এ যেন প্রকৃতির নব জাগরণের আহ্বান।
দূরপথ টানছে চৌম্বকত্বের নিয়মে,
ফিরে এসো! ফিরে এসো! হে রিমঝিম ধারা।
নবজলধর আর শীতলতার আবেশে
ছুঁয়ে যাও ঐ দিগন্তপ্রসারী বৃক্ষকুল আর শ্রান্ত ঝর্ণাধারা।
ছুঁয়ে যাও শান্তিনীড়, আকাশচুম্বী পাহাড় আষাঢ়ের শৈল্পিকতায়।
একদিন আমিও হব আষাঢ়ের জল,
নতুনত্ব আসবে রূপজ বর্ণনায়।
নিঃসংকোচে নিরবে কাটাবো মোহনীয় কিছুক্ষণ.....
ফুরফুরে হাওয়ায় পল্লবিত হবে স্বপ্নসুখ।
দূর পথ পাড়ি দিয়ে পাথরের মৃত্তিকাতটেও সেদিন ফুটবে কদমফুল।
পত্র-পল্লবে আসবে নতুনত্ব,
সবুজাভ গাঢ় রং।
একটানা রিমঝিম বৃষ্টি আর কাদাজলের মিশ্রণে তৈরী হবে আষাঢ়ের অপূর্ব রূপ।


মতিলাল দাস

1 comment:

  1. খুব সুন্দর হয়েছে ভাই,এগিয়ে যাও।

    ReplyDelete