Thursday, June 25, 2020

অণুগল্প - জয়তী ধর (পাল)


মুখোশ
জয়তী ধর (পাল)

---বুঝলে নারদ, মানুষ এখন মুখোশ পরতেই ভালবাসে।
---একথা বলছেন কেন, দেবরাজ?
---ওই দেখো,জনগণের উন্নয়নের টাকা আলমারিতে লুকিয়ে দেশপ্রেমের মুখোশ পরে মঞ্চে উঠল নেতা।
    আর ওই যে প্রেমিকের মুখোশ পরে মেয়েটির গায়ে হাত রাখছে নারীদেহলোভী লোকটা।
     এদিকে দেখ, পাঁঠাবলির রক্ত হাত থেকে মুছে অহিংসার মুখোশ পরে জীবপ্রেমের বাণী শোনাচ্ছে ধর্মগুরু।
---সত্যি তো দেবরাজ, এদের জন্য আপনি কি করবেন?
----দাঁড়াও, একজনকে ডাকি। করনাসুর...করনাসুর...
শোন,পৃথিবীতে মানুষ মুখোশ পরতে বড্ড ভালবাসে। এদের জন্য মুখোশের ব্যবস্হা কর তো।
   **     **     **-     **     ***
---ভগবান, আমি ওদের নাক-মুখের জন্য মুখোশের ব্যবস্হা করলাম। কিন্তু চোখ ঢাকিনি।
---ওটা খোলাই থাক। চর্মচক্ষে নিজের অসহায়তা দেখতে দেখতে যদি কোনদিন  জ্ঞানচক্ষুটা খোলে...।

জয়তী ধর (পাল)

3 comments:

  1. Apurbo joyoti.so contemporary and relevant.

    ReplyDelete
  2. Bindur modhye sindhu darshon korie dile di...Apurbo.

    ReplyDelete
  3. মুখোষধারীর মুন্ডপাত,
    অল্প কথায় কিস্তি মাৎ। 😃😃

    ReplyDelete