Sunday, September 20, 2020

লাবণ্যময়ী - কমলেশ কুমার

 লাবণ্যময়ী

কমলেশ কুমার

 

বুকের মধ্যে রোদের পাহাড়

আকাশ জুড়ে আলোর বাড়ি

মনখারাপের আচ্ছাদনে

শুকোয় ছাদে তোমার শাড়ি

 

অন্ধকারেও বিষাদ যেন 

স্বপ্নে কাঙাল আত্মহারা 

নিজের চিতায় জ্বলতে থাকি

আজন্মকাল তোমায় ছাড়া...

 

রপকথার এক গল্প ছিল

মলাটবন্দি তোমার শহর

আনন্দগান ছড়িয়ে দিত

পাখির সুরে এক জাদুকর

 

ধুলোয় ঢাকা শূন্যতাতে

পুঞ্জমেঘের নষ্ট রোষে

তুমিই শুধু ছায়ার মতো

ভাসতে থাকো মুদ্রাদোষে

 

দিনের শেষে অন্ধকারে

অনন্তকাল একলা নাবিক

নীরবতার কোলবালিশে

অভিমানে হারিয়েছে দিক

 

ব্যথার নদী পেরিয়ে আবার

ফিরবে বলে উন্মাদনা

কুসুমভোরে শীর্ণ হাওয়ায়

ফিরিয়ে নিও তোমার ঘৃণা...


 

No comments:

Post a Comment