Tuesday, September 22, 2020

লড়াই - আশীষকুমার হাইত

লড়াই

আশীষকুমার হাইত

 

মর্গে যখন জমছে মানুষ           ছুঁড়ছে কাদা অন্যরা,

মানুষের এই বন্দি দশায়          হাসছে বনের বন্যরা।

কাঁপছে ভুবন আতঙ্কেতে          ঘুম ছুটেছে সব্বারই,

যুদ্ধে এখন নাইকো সেনা         নাইকো কোন তরবারি

মুখোশ চাপা অচেনা সব          কাছের মানুষ আজকে পর,

হয়েছে যদি সর্দি-কাশি            কিংবা তোমার  একটু জ্বর

চোদ্দ দিনের বনবাসে                     শিকল বন্দি গারদে,

মৃতূ নিয়ে কখন আবার           চড়ছে গরম পারদে

লক্ ডাউনে চলছে বাজার         সবই বোধ হয় হচ্ছে শেষ,

থাকতে ভালো এই কটা দিন      কাটছে না আর বাজার রেশ

ঘাড়ের উপর হুমড়ি খেয়ে         চলছে তবুও বাজারটাই,

ফিরছে না আর একটুও হুশ       যায় যাক না জীবনটাই

চিকিৎসা আজ অন্ধগলি            নাই তো ওষুধ বাজারে,

দিন-রাত প্রাণ বাঁচাতে ব্যস্ত        নার্স আর ডাক্তারে

ওরাই এখন সেলিব্রিটি            ওরাই এখন ভগবান,

যুদ্ধে এখন ওরাই সেনা           তুচ্ছ ওদের নিজের প্রাণ

লড়াই তবু জিততে হবে           সঙ্গে পুলিশ-নওজোয়ান,

দেশ রখ্ষায় এক হয়ে আজ       রইবে সবার আত্মদান

 

No comments:

Post a Comment