Tuesday, September 22, 2020

পরিবার, সংযমতা - গোবিন্দ বারিক

 পরিবার, সংযমতা

গোবিন্দ বারিক

 

বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে সংসার

আবহমানকাল এই সমুদ্রে দ্বন্দ্ব-সংঘাত এক

অদৃশ্য টানে মহাসংগ্রামের গল্প

 

এর কেন্দ্রে বিরাজমান এক দগ্ধ সততা

অমোঘ বন্ধুর-পথের প্রতিবিম্বিত পরিশ্রম

পাখি-আলোমাখা বটবৃক্ষের ডালপালা

কাঁধে নিয়েছে বলরামের হাল বিনীত,

তার অহংকার, অভিমান, যৌনতা, ফুরিয়ে আসা

শরীরের কাঠামো ধূলোর সমান...

 

কখনো কখনো তপ্ত রৌদ্র থেকে কুড়িয়ে নেয়

সংযম, আঁধারের জ্যোৎস্নায় মেলে দ্যায়

মনের ক্লান্ত দেওয়াল কোনো নারীর আঁচল-ডানা

 

পরিবার কি মোহ, প্রেম,ভালোবাসার ভৈরব-সেতু?


 

No comments:

Post a Comment