Saturday, September 19, 2020

পর্দা - আবদুস শুকুর খা

পর্দা

আবদুস শুকুর খান

 

একটা সূক্ষ্ম সাদা পর্দা উড়ছে বোধের

ভিতরে, আমরা কত যুগ ধরে সরাতে

চেষ্টা করেও সরাতে পরি না!

 

প্রতিদিন শূন্য চোখে এপার থেকে দেখি ওপারে, ওদিক থেকে তুমিও!

মাঝখানে কত অব্যক্তের নদী বয়ে যায়

ভিতরে বাইরে কী দরিদ্র করে তোলে

পর্দা কাঁপলেই দু-জন দু'জনার পাথর মুখ দেখতে পাই, অথচ কেউই

সদিচ্ছার সাহস দেখাতে পারি না

 

পর্দার সামনে জেগে জেগে পাথর হয়ে থাকি অনন্ত অনন্তকাল


 

No comments:

Post a Comment