Tuesday, September 22, 2020

মেঘ এখানে এসে অন্যমনস্ক হয়ে যায় - অমিতাভ দাস

 মেঘ এখানে এসে অন্যমনস্ক হয়ে যায়

অমিতাভ দাস

 

মেঘ এখানে এসে অন্যমনস্ক হয়ে যায়

আমি দেখি সুন্দরী চুল খুলে দিয়েছে আজ আষাঢ়ের পুঞ্জমেঘে

ঘননীল দিন জুড়ে মনখারাপের বাতাস ছুঁয়ে দিচ্ছে সেই মহানিমগাছ

পীত ফলগুলি...

ভিজে যাওয়ার অলৌকিক সেতার হাতে নিয়ে কী বলেছিল পাখি!

কী বলেছিল চায়ের ধোঁয়াতে লজ্জা লুকোতে চাওয়া মুখ!

এখানে জানালা খুলে দিলে মেঘ ঢুকে পড়ে ঘরের ভিতর

চেয়ার-টেবিলে-খাটে, লেখার খাতায় বিরহের মাধুর্যটুকু লিখে

চলে যায় অচানক---ভেজা পায়ে বেহালায় শব্দ তুলে বর্ষারঙের পাখিটি...

তোমার অসীমে তখন কেবল রবীন্দ্রনাথ...

ফ্রেঞ্চকাট পুরুষ, নাজুক মাধবীলতাটির মতো

সুন্দরীর বাজু বন্ধ খুলু খুলু যায়...

আর ওপারে মুখর হল কেকা ওই...

আহা, মহানিমগাছ, পিতামহ যেন।

সব জানে। জেনেছিল কাচের শার্সিতে

লেগেছিল কবেকার সুন্দরীর বিরহ-ভেজা আঙুলের ছাপ...

No comments:

Post a Comment