Tuesday, September 22, 2020

জ্বরিত - শুভদীপ পাপলু

 জ্বরিত

শুভদীপ পাপলু

 

প্রতিটি ভূমিকায় যতটুকু আসক্তি গোপন থাকে,

তুমি তার চেয়েও অধিক বঞ্চিতপ্রবণা...

অতঃপর মেঘ করে এলে অবশিষ্ট মোহটুকু

ফিঁকে হতে হতে

বিসর্গের আত্মতুষ্টিতে পরিণত হয়

 

আত্মতুষ্টি; হ্যাঁ সেই আমার শত্রুতার গোপন বৈঠক

যেখানে মধ্যরাত নামলে

নিয়মমাফিক চোখ বুজতে হয় নিদ্রাসন্ধানে

অথচ পরবর্তী ভোর আক্ষরিকে কতটা উজ্জ্বল হবে

সে সম্ভাবনা নির্মীয়মানই থেকে যায়

 

নির্মীয়মান; হ্যাঁ সেই আমার অবসরের যন্ত্রণা

যেখানে অত্যধিক সংকট প্রয়োগে

'যমুনাবতী' জন্ম হয়; গ্রহন লাগে প্রণয়কোষে...

যতটুকু ব্যাপ্তি দূরবর্তী অগ্নিস্নাত

তার অভিধানগত সমীক্ষা দৃশ্যান্তরিত হয়েই চলে

 

উপমা ব্যাখ্যা করা যে জাতিকার স্নান সদৃশ,

তারও তফাৎ আছে, অথবা জায়মান প্রতিহিংসা!

সন্ন্যাসযাপন নয়...


 

No comments:

Post a Comment