Tuesday, September 22, 2020

অসময়ের ডায়েরি-১০ - মোনালিসা পাহাড়ী

 অসময়ের ডায়েরি-১০

মোনালিসা পাহাড়ী

 

পাখিদের কানাকানি চুপ হয়ে গেছে

ঘর সামলাতে ভুলে গেছে পিঁপড়েরা

অভুক্ত কাকেদের তীব্র আস্ফালনে টিকে থাকা দায়

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে  

মানুষ সুখ হাতড়ায়

 

দেখিনি শত্রুর মুখ

বিদ্ধ হয়েছি কোষে কোষে

অক্সিজেন ফুরিয়ে এলে চেয়েছি দুদণ্ড জীবন আরো

ঝোলে ভাতে, নরম বিছানার আদরে 

নিরন্ন সহ নাগরিক হেঁটে যায় হাজার কিমি পথ, শিশু সন্তান কাঁধে

চর্মচক্ষে দেখেছি সেসব, ভুলেও গেছি-ভেবে নিয়ে বিধাতার রোষে

খাদ্যের মুখে বসে কুকুরেরা নির্বাক মানুষ মরার আফশোশে...


 

No comments:

Post a Comment