Tuesday, September 22, 2020

মেঘকন্যার অশ্রু - শ্যামল চন্দ্র দে

 মেঘকন্যার অশ্রু

শ্যামল চন্দ্র দে

 

অশ্রু জমে থাকে অনেক সময়

ঝিলের জলের মত অন্তরময়

আকাশটা ঘননীল তখন, স্বপ্নিল নয়

সব ইচ্ছের ডানা, আঁধারের ভয়

ছেয়ে আছে রাতকানা

পাখিদের কোটরে, দুরন্ত আমপানা

ছুঁয়ে গেছে আগুনের আল্পনা

উঠে এল কণ্ঠে, এলোমেলো যন্ত্রণা

যখন আর্তনাদ করে- অদ্ভুত মুখোশ

খসে পড়ে নদীর দু'পারে-আপশোস,

ঘৃণা, কোলাহল, প্রতিবাদ সব ওড়ে

ঝড়ে-পড়ে থাকে শঙ্খের মত বালুচরে।

অশ্রুসজল মেঘ লজ্জা ভেঙে অন্তর্বাস ছেঁড়ে--

সময়ের উদ্বৃত্ত কবি আমি, কৃষ্ণপ্রহরে

দেখেছে আমার হৃদয়

আলো ছায়ার অশান্ত প্রণয়।

No comments:

Post a Comment