Sunday, September 20, 2020

মৃত যুদ্ধ-দিন - অনিরুদ্ধ সুব্রত

 মৃত যুদ্ধ-দিন

অনিরুদ্ধ সুব্রত


যুদ্ধ শেষ হয়ে যাবে একদিন
ছেঁড়া মানচিত্রের পাশে কত ফরমূলা
গড়াগড়ি খাবে ভিজে বারুদের স্তূপে
একঘেয়ে সংবাদ লিখে লিখে হাত
আঙুলে ছোঁবে নীল নীল আকাশ
ফেলে যাওয়া তাবুর ভিতরে নষ্ট বন্দুক
নষ্ট বন্দুকে ধরে যাবে অনন্তের জং
মানুষ ভুলে যাবে ভয়াল যুদ্ধের কথা
উপকথা বলে স্কুলে স্কুলে শোনাবে মাস্টার
আবারও রং করে চালিয়ে দেবে দেয়াল
গুলির দাগ মোছা সে সব দিনে
কবিতারও খুব বেশি দরকার পড়বে না
যুদ্ধ তো থেমে গেছে বলে কলমে মুখোশ
মেঠো ইঁদুরকে পিঁপড়ে খেয়েছে জেনে
বাঘেরা বিড়ালকে দিয়ে সিনেমা বানাবে
মৃতদেহ ফেলা মাঠের উপরে নতুন বাজার
নতুন বাজারের খোপ খোপ দোকানে হাজার
বড়ো বড়ো বাঁচা বিকোবে চাঁচাছোলা দরে
যুদ্ধ হবে না আর,এই সব বোকা বোকা যুদ্ধের
কান কাটা যাবে, মানচিত্র মান হারাবে

ফরমূলা গুলে খেলে প্রত্যেকে গান গাবে।


 

No comments:

Post a Comment