Sunday, September 20, 2020

প্রাণ প্রেমের মগ্ন বলয়ে - বিকাশ চন্দ

 প্রাণ প্রেমের মগ্ন বলয়ে

বিকাশ চন্দ 

 

রাতের সবুজ দিনে তখন ঘন দূর্বাদল শ্যাম

ওখানেই রাতের আকাশ ছায়ায় পরিযায়ী মানুষের ঘর,

কত বড় রাজপথ দু'ধারে বিনোদন পূণ্যের অবশাদ

বহুধা কথা মালায় কেবলই তো বেঁচেবর্তে সামগান। 

 

এক রত্তি স্বর্গফুলের জীবন আদুল গায়ে মায়ের বুকে

পূব আকাশে লাল আভা সবুজ আড়ালে দিনের প্রসব কাল, 

ভাঙো আলো আবরণ মেঘ বৃষ্টি আর সামনে অচেনা সৌর পথ--

আহা! পৃথিবী ও জন্ম পথ খোঁজে বিশাল পরিবারের মায়া শঙ্কটে। 

 

বুলবুলি মৌটুসি ভালোই জানে প্রকৃতির রঙ্গিন ঋতুকাল কথা---

অন্য আরও পাখি সব ডেকে যায় যেন এই সদ্য বসন্ত মাধুরী, 

আদি জন্মদাতার অলক্ষ্য সময়ে চোখ জানে অকাল বৃষ্টি ধারা

আরও কতটা দুর্বিনীত হলে বোঝা যাবে প্রকৃতির নিজস্ব সংলাপ। 

 

নিরুপদ্রবে প্রতিদিন নান্দনিক রামধনু রঙে সূর্য কাঞ্চনজঙ্ঘায়,

নদী উপচে ফিরে পেতে চায় নদ আর নদীর মিলন বেলা---

অজস্র কান্নায় উথাল পাথাল ভেসে গেছে প্রাণের বসতি

মানুষের হৃদয়ে চাপ চাপ নিঃস্বতার বেদনা বিলাপ। 

 

সীমান্তের রক্ত মেখে ফিরে আসে লাশ বন্দী কফিন বন্ধ তালায়---

বিচ্ছিন্ন নাড়ীর টানই জানে রক্ত ফুলে ঢেকে আসা প্রতিটি মৃত্যু, 

চোখের জলে ভিজে গেছে ভিজে যায় জননী যন্ত্রণা নীরবে---

আর কতো আত্মার বদলে ফিরে আসবে প্রাণ প্রেমের মগ্ন বলয়ে। 


 

No comments:

Post a Comment