Tuesday, September 22, 2020

মেঘপত্র - সুচরিতা দাস মাইতি

 মেঘপত্র

সুচরিতা দাস মাইতি

 

আষাঢ় এলো মেঘের চিঠি নিয়ে,

সাজ সাজ রব চারিদিকে,

আকাশ আজ আনন্দে আত্মহারা,

ময়ুর ময়ুরী পেখম মেলে নেচে উঠছে

মেঘমল্লারের তানে।

ধরা অবগাহন করলো মেঘের স্বেদ জলে,

তার শরীরে ফুটে উঠল মাতৃত্বের

সকল সম্ভাবনার স্পষ্ট চিহ্ন।

শিল্পীর ক্যানভাসে তুলির তুর্কিনাচন,

রঙে রঙে মাখামাখি, আবেগে উচ্ছ্বাসি,

কবিদের কলমে প্রেম বিরহের কলতান।

কত শত সহস্র সবুজ সন্তানের

জন্ম দিলেন ধরিত্রী মা।

তুমি আমি আমরা সবাই সেই চিঠি

হাতে নিয়ে দেখলাম, ভিজলাম

শরীর ধুলাম, মনে জমে রইলো

আদিম কলুষতা, সবুজ সন্তান ধারণ

সে তো দুরের কথা, রাস্তায় বস্তিতে

অসহায় সবুজের বীজ রা

একটু জল আলোর

অপেক্ষায় ,অঙ্কুরিত হবে বলে,

একটু গর্ভাধারের ভিক্ষা করে!

নিষ্ঠুর কৃপনতা গ্রাস করে আমাদের,

হৃদয় আকাশ মেঘ হীন,ফেটে চৌচির,

মনুজমিন বন্ধ্যাই রয়ে গেল!


 

No comments:

Post a Comment