Sunday, September 20, 2020

ফুলিঙ্গ - তৈমুর খান

 ফুলিঙ্গ 

তৈমুর খান

 

কত যে স্ফুলিঙ্গ ছিল 

আলোর সংকেতে তারা উড়ত বহুদূর 

ঘুমপাখা ছেড়ে নতুন আকাশের দিকে 

নতুন নতুন বৃহৎ সমুদ্দুর 

 

কখনও কি ক্রোধের বিজ্ঞাপন হত? 

কখনও কি তাপদগ্ধ প্রোজ্জ্বল আগুন? 

সেসব কিছুই নয়, উড়ানের ওপারে উড়ান

নিয়ত বিস্তার শুধু কল্পনার প্রগলভ গান 

 

আজ যদিও কিছুটা ছাই 

উষ্ণ উচ্চারণের বিস্ময় 

আর উড়ানের ঘোর লেগে আছে 

তুমি এসে ছুঁয়ে দাও তাকে উপলব্ধির নতুন টংকারে 


 

No comments:

Post a Comment