Sunday, September 20, 2020

শ্রাবণে - অশোককুমার বাগ

 শ্রাবণে

অশোককুমার বাগ

 

শ্রাবণের অলস ডানা

ম্রিয়ম্রাণ প্রদীপের আলোয় ছবি আঁকছেন বিদ্যাপতি

বুকের ভেতর নগ্ন সুবর্ণরেখা টলমল

ভেসে যাচ্ছে দ্রাবিড় প্রেমের রক্তকরবী।

 

এখনও মেঘ ওঠে পৃথিবীর নির্জন কোনো গ্রামে

রূপকথারঙে স্বপ্নের কৃষ্ণচূড়া শাড়ি

দৃষ্টির বিবর্ণ গহ্বর থেকে দৃশ্যান্তর বাদল আকাশে।

 

আমার সাধনক্ষেত্র ভোরের সানাই-এর মতো একা

প্রেমের অতল স্পর্শ ভিখারি না করলে

সব অভিসার অপ্রকাশিত পাণ্ডুলিপি।


 

No comments:

Post a Comment