Tuesday, September 22, 2020

মেঘমানুষের-পুরান - বিশ্বজিৎ সাহু

 মেঘমানুষের-পুরান

বিশ্বজিৎ সাহু

 

মানুষ মেঘ হতে চায়, মেঘও মানুষ।

সঠিক একটা মুখ খুঁজতে গিয়ে---

হরেক আদল এঁকে আকাশের উচ্চতা ছুঁতে চায় শিল্পীসত্তা।

কে বলে সুখ দুঃখ নেই?

এই যে পৃথিবীতে হাসি ফোটে, কান্নায় ফাটে তার গলা!

শুকনো কাঠফাটা চিৎকার বা খুশির ফুৎকার---

সবই তো আছে!

শুধু কি তাই---

ফিরে পাওয়ার সোল্লাস, হারানোর বেদনায় গর্জন;

যুদ্ধ কিম্বা সন্ধি: পিয়নের মধ্যমনি?

সে তো মেঘ!

কেন?

ষড়ঋতুর আবির্ভাবে ষড়রিপুর বহিঃপ্রকাশও তো আছে!

মান আর হুঁশ? সে মানুষের ভালো, ছল নেই।

তবুও উল্টোপুরান!

মানুষের বিরহের সমব্যথী মেঘ হলেও

মেঘের মন খারাপে, উঁহু। কখনোই নয়!

এখানেই ব্যর্থ সকল সম্ভাবনা

মেঘ মেঘই থেকে যায়

অন্যমনস্ক হয়ে যায় তার মন!


 

No comments:

Post a Comment