Tuesday, September 22, 2020

জলমাখা চিত্র - মিঠু মন্ডল

 জলমাখা চিত্র

মিঠু মন্ডল

 

ঝমঝম করে বেজে উঠলো কথারা।

পাখি একতারা বন্ধ করে মধ্যযামে সুর ভাঁজে।

অবুঝ বাউলপনায় কোমর দোলায় বুলবুলি।

অজস্র পালক তুলিতে আঁকা হয় চৌখুপী ঘর।

অনেক রাত জেগে থাকে। বুকে জারুলের গন্ধ।

ডানায় সেই সুবাস ভরে আকাশে হারায়।

শূন্যের নীল থেকে উঠে আসে সময়ের মুখ।

ঝিনুকের মতো সপ্তমীর চাঁদ।

ভোর বন্দনায় স্নিগ্ধ ধুলো পথ এসে মেশে উঠোনে।

এ এক অদ্ভুত সমাপতন।

মেঘ, ও মেঘ বৃষ্টি দিও খানিক।

জল ছায়ামাখা চিত্র পট বদলে যায় একসময়।

ভারি হয়ে আসে আকাশ।

জানালার এপারে নিভে আসা আলো

একসময় মনিপদ্ম থেকে ঘুরে যাওয়া মন্ত্রে জেগে ওঠে শিশু--সূর্যের মুখ।

নদী নেমে আসে উছলে ওঠা

সবুজ আলোয় ভেসে ওঠে চারধার।

নেই বলে কিছু নেই।

মেনে নিতে হয়।

অনেক কিছু ই থাকে ভাসানের পরেও।।

No comments:

Post a Comment