Friday, September 25, 2020

আংটি উপাখ্যান - বনশ্রী রায় দাস

 আংটি উপাখ্যান

বনশ্রী রায় দাস

 

স্থলপদ্ম ফুটি ফুটি করে উঠছে ব্রহ্মকমলে

অতীত অলঙ্কারের পাতা থেকে

খুঁটে রাখি কিছু নষ্ট নক্ষত্রলোক, প্রেতযোনি।

কুন্তলকালো মেঘের ইশারা চাঁদকলঙ্ক

জরিপাড়ের মোহিনী বালুচর

আর সকুন্তলার আংটি উপাখ্যান।

 

প্রবাদ সর্ষের মধ্যে যদি হয় ভূতের বাস

তবে ফুল হলো আঁতুড়ঘর,

কিন্তু সর্ষে ফুলের হলুদ জিন্দাবাদে জিতে নেয়

সৌন্দর্যের রসকলি, রাই নামের মাতরম্।

রাজা হয় কেউ মথুরাপুরে

কেউ বাঁশি সুরের অনুবাদ নোট করে রাখে

আমৃত্যু হৃদি-কম্পনে।

 

শেষ দৃশ্যে সকুন্তলার মতো সমস্ত আংটি মিসিং।


 

No comments:

Post a Comment