Tuesday, September 22, 2020

মেঘের খেলা - অদিতি দে চ্যাটার্জী

 মেঘের খেলা

অদিতি দে চ্যাটার্জী

 

মেঘ চলেছে দুলকি চালে আকাশপথে আজ,

আয়রে সবাই! দেখতে যাবি বাদলমেঘের সাজ?

মনের মাঝে মেঘের রাশি ঝরুক বৃষ্টি হয়ে,

দুঃখ-দৈন্য-মলিনতা যাক নিমেষে ধুয়ে।

মেঘের চোখে মায়াকাজল, ভাসছে মেঘের ভেলা,

আকাশপরে চলছে নাকি মেঘে মেঘে খেলা?

জয়-পরাজয়? এসব নিয়ে ভাবছ কেন মিছে?

তাকিয়ে দ্যাখো মেঘ চলেছে শুধুই মেঘের পিছে।

বিষণ্ণতার ভাবনা এখন নাইবা এলো মনে!

বজ্রমাদল শব্দবাজি জ্বালায় ক্ষণে ক্ষণে।

মেঘের মাঝে তড়িতপ্রভা! হাজার আলোর ঝলক!

এমন শোভা দেখলে কি আর পড়বে চোখের পলক?

থাকবে কেনো ঘরের মাঝে নিছক গৃহবন্দী?

মন ! তুমি কি মেঘের সাথে করতে পারো সন্ধি?

কল্পনাতে মেলব ডানা মেঘের খেয়ায় চেপে,

বলব সবাই সমস্বরে, "আয় বৃষ্টি ঝেঁপে।"

No comments:

Post a Comment